বনলতা সেনের নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার বিশাল বিল হালতির মধ্যেতীরবর্তী অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আধুনিক প্রযুক্তিতে উচ্চ পর্যায়ের কারিগরি ও বি.এম শিক্ষা গ্রহন কল্পে শিক্ষা নগরী মাধনগর ও ভট্রপাড়া গ্রামের শিক্ষা বান্ধব ও শিক্ষানুরাগী কিছু সংখ্যক হিতোষী ব্যাক্তি বর্গ ২০০১ খ্রীষ্টাব্দে মাধনগর রেলওয়ে ষ্টেশান ও নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উত্তর-পশ্চিম কোল ঘেঁষে আ¤্রকাননের নিচে এক মনোরম ও নিরিবিলি পরিবেশে মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ প্রতিষ্ঠা করেন।
    দুইবার জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষপ্রতিষ্ঠান হিসেবে ইতি মধ্যে স্বীকৃতি লাভ করায় আমি আনন্দিত। পাবলিক পরীক্ষার ফলাফলে ইতিমধ্যে ০৬ বার জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের অবদান রয়েছে এবং এখন পর্যন্ত যাঁরা সেই ধারা অব্যাহত রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কলেজের যে সকল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ মহান মুক্তি যুদ্ধ এবং ভাষা আন্দোলনে অংশ গ্রহন করেছেন তাঁদের আমি শ্রদ্ধাভরে স্মরন করছি। এই কলেজে কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও হিতোষী ব্যক্তি বর্গ মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তি যুদ্ধের চেতনা বুকে ধারন করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের বাহিরে সুনাম অক্ষুন্ন রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    পরিশেষে এই কারিগরি ও বি.এম প্রতিষ্ঠানটির উত্তোরতর সাফল্য ও সুনাম এবং সুষ্ঠ ভাবে পরিচালার জন্য সকলের সহযোগীতা এবং সু-পরামর্শ একান্ত ভাবে কামনা করছি।


Show All